গাজীপুরের শ্রীপুরে একটি সেলুন থেকে এক পোশাকশ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা মধ্যপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আবু সাঈদ মাওনা মধ্যপাড়া গ্রামে ভাড়া বাসায় থাকতেন এবং এক্সিকিউটিভ গ্রিন টেক্সটাইল পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ঘটনার পর সেলুনের মালিক খলিলুর রহমান তাঁর দোকান থেকে পালিয়ে যান। তাঁর বাড়ি সিলেট সদর উপজেলায়, বাবার নাম আবদুল মজিদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল রাত ১২টার দিকে খলিলুর রহমান হন্তদন্ত হয়ে দোকান থেকে দৌড়ে বের হয়ে যান। বিষটি দেখে কয়েকজন ওই সেলুনে যান। সেখানে গিয়ে তাঁরা দেখেন, সেলুনের মেঝেতে রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় আবু সাঈদের মরদেহ পড়ে আছে। পাশেই একটি রক্তমাখা ছুরি ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন আজ বৃহস্পতিবার সকালে বলেন, ঘটনাস্থল থেকে আবু সাঈদ নামের একজনের মরদেহ উদ্ধার হয়েছে। তাঁর গলা অনেকটা কাটা ছিল। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।