সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে
প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে খাসজমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নইমুল ইসলাম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। নইমুল ইসলাম প্রতিপক্ষের বন্দুকের গুলিতে মারা গেছেন বলে দাবি স্বজনদের।

শুক্রবার (৪ অক্টোবর) জুম্মার নামাজের পর জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে এই সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, দু’পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে আছে। বিস্তারিত পরে জানা যাবে বলেও জানান তিনি।

  • গুলিবিদ্ধ
  • মৃত্যু
  • সংঘংর্ষ
  • সুনামগঞ্জ
  • #