মুন্সিগঞ্জের শ্রীনগরে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় দফা জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (৬ অক্টোবর) সকাল ১০টায় শ্রীনগর স্টেডিয়ামে তার মরদেহ নেয়া হয়।
এ সময় বিকল্প ধারাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানায়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এরপর মরদেহ নেয়া হচ্ছে তার গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায়। সেখানে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বদরুদ্দোজা চৌধুরীকে।
এর আগে, শুক্রবার মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক এই রাষ্ট্রপতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ২ মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গত ২ অক্টোবর সকালে ফুসফুসে সংক্রমণ হওয়ায় বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন তার মেয়ে ডা. শায়লা চৌধুরী জানান যে, তার বাবা আগে থেকেই স্কিমিক হার্ট ডিজিজেস ভুগছিলেন।