খাস্তগীরকে পোল্যান্ডে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বা‌তিল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে উপহাইকমিশনার হিসেবে কর্মরত খোরশেদ আলম খাস্তগীরকে সম্প্রতি পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসি‌ফিক অনু‌বিভা‌গের মহাপ‌রিচালক ও মুখপাত্র তৌ‌ফিক হাসান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে ডেপুটি হাইকমিশনার হিসেবে কর্মরত খোরশেদ আলম খাস্তগীরের পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বা‌তিল করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সমাবেশ করায় মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের বিরুদ্ধে তিনি মামলা করেছেন বলে অভিযোগ রয়েছে।

 

  • পোল্যান্ড
  • রাষ্ট্রদূত
  • #