কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (০৬ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্তবলে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম বেবু বলেন, দলের স্বার্থে ও কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বাতিলের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি হয়েছে।

সদ‌্য সা‌বেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, ক‌মি‌টির ভে‌ঙে দেওয়ায় ভা‌লো হ‌য়ে‌ছে। এতে গ্রু‌পিংয়ের চেয়ে ভেঙে  দেওয়াতে আমি খু‌শি হয়েছি। আমি এই সিদ্ধান্ত‌কে স্বাগত জানাই।

  • কমিটি বিলুপ্ত ঘোষণা
  • কুড়িগ্রাম জেলা বিএনপি
  • #