‘মধু হই হই’ গানে নেচে-গেয়ে যুবককে হত্যা : আরও দুই আসামি গ্রেপ্তার

: চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২ মাস আগে

চট্টগ্রাম নগরীর দুই নম্বরগেট এলাকায় ‘মধু হই হই আঁরে বিষ খাওয়াইলা’ গানে নেচে-গেয়ে শাহাদাত হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে নগরীর খুলশীর গরীবুল্লাহ শাহ মাজার ও জামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দু’জন হলেন খুলশীর ডোবারপাড় এলাকার এসএম দুলালের ছেলে মেহেদী হাসান সাগর (২৮) ও নুর ইসলামের ছেল মো. শান্ত (২৮)।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ-উল-আলম।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে পৃথকভাবে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, ‘চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ’ হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ফরহাদ আহমেদ চৌধুরী প্রকাশ জুয়েল (৪২), মো. সালমান (১৬) এবং আনিসুর রহমান ইফাত (১৯)। এদের মধ্যে কেবল ইফাতই ছাত্র।

  • চট্টগ্রাম
  • #