সাবেক সংসদ সদস্য শিউলি আজাদ ৮ দিনের রিমান্ডে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদের আটদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৭ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৫ আদালতের বিচারক স্বাগত সৌম্য তার রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার উপ-পরিদর্শক রহমান খান পাঠান জানান, রোববার সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদকে আটক করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আটদিনের মঞ্জুর করেন।

  • রিমান্ড
  • শিউলি আজাদ
  • সাবেক সংসদ সদস্য
  • #