নজিবুর-আমিনুলের ১০ দিনের রিমান্ড আবেদন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

রাজধানীর পল্টনে ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস এ রিমান্ড আবেদন করেন।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার (৬ অক্টোবর) রাতে গুলশান থেকে নজিবুর রহমানকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। একইদিন বিকেলে বনানী থেকে আমিনুল ইসলাম খানকে গ্রেপ্তার করা হয়।

  • আমিনুল ইসলাম খান
  • জাতীয় রাজস্ব বোর্ডে
  • নজিবুর রহমান
  • সাবেক চেয়ারম্যান
  • সাবেক সিনিয়র সচিব
  • #