বানারীপাড়ায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

: বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২ মাস আগে

বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতার দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাকে বরিশাল জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার গভীর রাতে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসা থেকে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও উপজেলার চাখার থেকে ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।

ওসির দায়িত্বে থাকা বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোমিন উদ্দিন জানান, বিএনপি নেতা আনিস মৃধার দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি সাব্বির, সন্দেহভাজন আসামী মিজানুর রহমান এবং জাকির হোসেন মোল্লাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনিস মৃধা গত ২৫ আগস্ট সদ্য সাবেক বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৬ জন সুনির্দিষ্ট ও ৩০-৪০ জন নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করে ২০১৮ সালের ২ মে তার বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বালুর ড্রেজারে হামলা, ভাংচুর, লুট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

  • গ্রেপ্তার
  • বানারীপাড়া
  • #