পদ্মার বালু উত্তোলন ঘিরে ২ যুবক গুলিবিদ্ধ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

কুষ্টিয়ায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুই যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়ায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন কুমারখালীর কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের সোহরাব আলী শেখের ছেলে হুমায়ন শেখ (২৭) ও সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়ার আনোয়ার হোসেনের ছেলে শিমুল হোসেন (৩৪)। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

আহত হুমায়ুন বলেন, বেড় কালোয়া গ্রামের পদ্মা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কাজ করছিলাম আমরা প্রায় ২০ জন। দুপুরে দুটি ট্রলারে ১৫-১৭ জন আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় আমরা দুজন গুলিবিদ্ধ হই। এছাড়া ধারাল অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। দুজন নৌকা থেকে লাফ দিয়েছে। তাদের খোঁজ পাওয়া গেছে কি না জানি না। আমার হাঁটুর ওপরে একটা ও নিচে তিনটা ছররা গুলি বিদ্ধ হয়েছে।

কুষ্টিয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া জান্নাত বলেন, দুজন গুলিবিদ্ধ হয়েছেন। একজনকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আরেকজন যিনি হাসপাতালে রয়েছেন তিনি আশঙ্কামুক্ত।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, জানতে পেরেছি বালু উত্তোলনকে ঘিরে দুপক্ষের সংর্ঘষ হয়। আহতদের খোঁজ নিতে পুলিশের একটি দলকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুজন আহত হয়েছেন। জানতে পেরেছি তাদের শরীরে ছরারা গুলি লেগেছে । তবে অবস্থা গুরুতর নয়।

  • কুষ্টিয়া
  • পদ্মা নদী
  • বালু উত্তোলন
  • যুবক গুলিবিদ্ধ
  • #