কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টার পর চাঁদা আদায় এবং আরেকটিতে মাছের খামার থেকে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে মুরাদনগর থানায় মামলা দুটি দায়ের করা হয়। বুধবার (৯ অক্টোবর) বিকেলে মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
দুটি মামলার একটির বাদী মুরাদনগর উপজেলা সদরের নায়েব আলীর ছেলে মো. আলমগীর হোসেন। তিনি উপজেলা সদরের বাসস্ট্যান্ডের পাশে মেসার্স মোহাম্মদীয়া ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী। তার দায়ের করা মামলায় ইউসুফ আব্দুল্লাহ হারুনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া নামসহ ১৫ জন এবং অজ্ঞাত ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে।