কক্সবাজার শহরের কলাতলীতে মরিয়ম রিসোর্ট নামে আবাসিক হোটেলের কক্ষ থেকে অমিত বড়ুয়া (৩৪) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে কলাতলী মরিয়ম রিসোর্টের ১০৮ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পর্যটক চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরা এলাকার রাজবিহারী বড়ুয়ার পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়জুল আজিম।