উত্তর গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর স্থল হামলায় নারী ও শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) রাতে এই হামলা করেছে তারা। কাতার সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

এক সপ্তাহ আগে, জাবালিয়ায় একটি তীব্র হামলা শুরু করেছিল সামরিক বাহিনী। তারা দাবি করেছিল, সেখানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তা রুখতেই এই হামলা করা হয়।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এই হামলায় হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক আটকা পড়েছেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা শনিবার জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান শুক্রবার রাতে জাবালিয়ায় একটি বহুতল অ্যাপার্টমেন্ট ব্লকে বোমাবর্ষণ করেছে। চারটি আবাসিক ভবনে হামলায় ২২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন। আরও ৪ জন নিখোঁজ। ধারণা করা হচ্ছে, তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

  • উত্তর গাজা ইসরায়েলি হামলা
  • নিহত
  • #