কর অব্যাহতি সুবিধা পেল আস-সুন্নাহ ফাউন্ডেশন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

২০২৯ সালের জুন পর্যন্ত দানকৃত আয় থেকে কর অব্যাহতি দেওয়া হয়েছে অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে। গত বৃহস্পতিবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের দানকৃত আয় থেকে কর অব্যাহতির বিষয়ে গেজেট প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড।

সেখানে বলা হয়েছে, কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলসহ যাবতীয় নিয়ম পরিপালন করে তবেই এ সুবিধা পাওয়া যাবে।
কর অব্যাহতি সুবিধা ফিরে পেল গ্রামীণ ব্যাংক, এবার ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি সুবিধা ফিরে পেল গ্রামীণ ব্যাংক, এবার ২০২৯ সাল পর্যন্ত

দেশের সাম্প্রতিক বন্যার সময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ তৎপরতা বেশ আলোচিত হয়। এটির প্রতিষ্ঠাতা ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। ২০১৭ সালে সংস্থাটি প্রতিষ্ঠা করেন তিনি। আহমাদুল্লাহ সংস্থাটির চেয়ারম্যান। আস-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশভিত্তিক একটি অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা। যারা শিক্ষা ও মানবকল্যাণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে।

  • আস-সুন্নাহ ফাউন্ডেশন
  • কর অব্যাহতি
  • #