ময়মনসিংহে সাংবাদিক স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক সাগর মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) বিকেলে হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। সাগর মিয়া শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি মাদকাসক্ত এবং মাদক কারবারি।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, নিহত সাংবাদিক স্বপন ভদ্র কিছুদিন আগে মাদক নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ঘটনার জের ধরেই সাগর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলমান আছে।