মা হয়েছে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী, অতঃপর…

: ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ২ মাস আগে

নীলফামারীর ডোমারে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী মা হওয়ার ঘটনায় তহিদুল ইসলাম গাঠি নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ডোমার থানা এসআই রুস্তম আলী ও এএসআই আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্ত্বিতে লালমনিহাট জেলার পাটগ্রাম সিমান্তবর্তী ষোলঘড়িয়া মাষ্টারপাড়া এলাকা থেকে গাঠিকে গ্রেফতার করে।

জানা যায়, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা গ্রামের সনাতন ধর্মের বাদ্যকার সম্প্রদায়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। চলতি বছরের গত ১৫ জানুয়ারি দুপুরে প্রতিবেশী মৃত ছকমল আলীর ছেলে তহিদুল ইসলাম গাঠি (৪৩), মৃত দাতুরামের ছেলে জলধর রায় ভুচলু (৫০) ও মৃত মেনাজ উদ্দিনের ছেলে বছির উদ্দিন (৫৫) ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

পরবর্তীতে ঘটনার ব্যাপারে কাউকে না বলার জন্য ওই স্কুলছাত্রী ও তার পরিবারকে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষণকারীরা। কিছুদিন পর ছাত্রীটির শারীরিক পরিবর্তন আসলে সে তার মাকে ঘটনা জানায়।

স্বাস্থ্য পরীক্ষায় গর্ভবতীর বিষয়টি নিশ্চিত হলে গত ৩১ মে পরিবারের লোকজন উপস্থিত হয়ে ডোমার থানায় তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা দায়ের করে ছাত্রীটির বাবা। এভাবে দিন অতিবাহিত হওয়ার পর গত ৩০ আগস্ট ছাত্রীটি একটি পুত্র সন্তানের জন্ম দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা।

ধর্ষণ মামলার সাড়ে চারমাস অতিবাহিত হওয়ার পর ডোমার থানার নবাগত অফিসার ইনচার্জ এর তৎপরতায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।

  • চতুর্থ শ্রেণি
  • ডোমার
  • নীলফামারী
  • স্কুলছাত্রী
  • #