ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের দুই এলাকায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। খবর টাইমস অফ ইসরায়েলের।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৈরুতের উত্তরাঞ্চলে মিসরাহ গ্রামে ইসরায়েলি বাহিনীর হামলায় ৯ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এছাড়া, বাতরুন শহরের কাছে দেইর বেলা এলাকায় হামলায় ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।
এদিকে, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় বারজা শহরে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ শহরেও হামলার খবর পাওয়া গেছে, যেখানে ৮ জন আহত হয়েছেন।
গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এই হামলার পর গাজার পরিস্থিতি আরও কঠোর হয়ে উঠেছে।