বাগেরহাটের চিতলমারীতে কালের কণ্ঠ প্রতিনিধি কপিল ঘোষের পৈত্রিক বসতবাড়িতে রবিবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গিয়ে হত্যার হুমকির দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিপন মুন্সীর নেতৃত্বে তার লোকেরা হুমকি দেয়। সন্ত্রাসীদের সঙ্গে যুবলীগ নেতা মো. রবিউল ইসলাম রবি খানও ছিলেন।
হুমকি দিয়ে শিপন মুন্সী বলেন, ‘এখানে থাকতে হলে চুপচাপ থাকবি। তা না হলে আমরা চাইলে তিন মিনিটের মধ্যে গুলি করে মেরে তোদের ঘরবাড়ি পুড়িয়ে দিব। জায়গাজমি দখলে নেব।’ এই বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক কপিল ঘোষ থানা পুলিশ ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন। তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।
এদিকে শিপন মুন্সী সাংবাদিক কপিল ঘোষদের পৈত্রিক বসতবাড়িতে যাওয়ার কথা স্বীকার করে জানান, পৈত্রিক জায়গার গাছ কাটতে আশিষ ঘোষের পক্ষ হয়ে বাধা দিতে তিনি ঘোষ বাড়িতে গিয়েছিলেন। এ সময় তিনি কোনো হুমকি দেননি বলে দাবি করেন।