তেজগাঁও পাইকারি আড়তে ডিম বিক্রি বন্ধ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

সরবরাহ না থাকায় রাজধানী তেজগাঁও পাইকারি আড়তে ডিম বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। রবিবার রাতে তেজগাঁও আড়তে ডিমের কোনো ট্রাক আসেনি। শনিবার রাতেও কম আসায় অল্পসংখ্যক ডিম বিক্রি করেছেন আড়তদাররা।

তেজগাঁওয়ের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম কিনতে হচ্ছে। কিন্তু কেনা দামের ভিত্তিতে তা বিক্রি করতে পারছেন না। সরকার নির্ধারিত দাম নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান চালাচ্ছে। তাই ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানার ভয়ে তারা মুরগির ডিম বিক্রি বন্ধ রেখেছেন।

রাজধানীতে ডিম বিক্রির পাইকারি বাজার হচ্ছে তেজগাঁও আড়ত। দেশের বিভিন্ন স্থানের খামার থেকে ট্রাকে করে এখানে ডিম আসে। এরপর তেজগাঁও থেকে ঢাকার বিভিন্ন খুচরা বাজার ও পাড়া-মহল্লায় ডিম সরবরাহ হয়।

রাজধানীর খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা যায়, এসব বাজারে ফার্মের মুরগির এক ডজন বাদামি ডিম ১৮০ টাকা ও সাদা ডিম ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের সরবরাহ তুলনামূলক কম বলেও জানান বিক্রেতারা। ডিমের পাশাপাশি ফার্মের মুরগির দামও চড়া। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকা ও সোনালি মুরগি ২৮০–২৯০ টাকায় বিক্রি হচ্ছে। আর হাইব্রিড ধরনের সোনালি মুরগির দাম এখন ২৬০–২৭০ টাকা কেজি।

  • ডিম
  • তেজগাঁও
  • পাইকারি আড়ত
  • বন্ধ
  • বিক্রি
  • #