গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৯ ফিলিস্তিনি নিহত

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজাজুড়ে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজায় ইসরায়েলের ব্যাপক হামলার কারণে প্রায় ৪ লাখ ফিলিস্তিনি আটকা পড়েছেন। খবর আল জাজিরার।

এদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন। এই ঘটনার পর জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের প্রধান জিন পিয়েরে ল্যাক্রোইক্স জানান, দক্ষিণ লেবাননে শান্তিরক্ষীরা তাদের পূর্বের অবস্থানেই থাকবে। লেবাননের আইতো গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই খ্রিস্টান সম্প্রদায়ের। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৮৮ জন নিহত এবং ৪ হাজার ২৯৭ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
গাজায় দীর্ঘমেয়াদি হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এখন পর্যন্ত সেখানে ৪২ হাজার ২৮৯ জন নিহত এবং ৯৮ হাজার ৬৮৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

  • ইসরায়েলি হামলা
  • গাজা
  • নিহত
  • ফিলিস্তিনি
  • #