গাজীপুরে হাত-পা বেঁধে দুই হাতের আঙুল কেটে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আনুমানিক ৩৩-৩৪ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে সদর থানার সামন্তপুর এলাকার রূপালী মৎস্য খামারের পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পিুলিশ সূত্রে জানা যায়- সামন্তপুর এলাকার রূপালী মৎস্য খামারের পাশের ঝোপে রশি দিয়ে হাত-পা বাঁধা একটি লাশ দেখতে পান ওই খামারের কর্মীরা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। গলায় কালো দাগ, বুকে ক্ষত চিহ্ন এবং দুই হাতের আটটি আঙুল কেটে ফেলেছে দুর্বৃত্তরা। লাশের পাশ থেকে একটি চাপাতি ও রশি উদ্ধার করা হয়েছে। পরনে জিন্সের প্যান্ট ও গায়ে সাদা টি-শার্ট ছিল। ধারণা করা হচ্ছে দুদিন আগে হত্যাকাণ্ড ঘটেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।