১৫ জুলাই হতে ৮ আগস্টের ঘটনায় দায়মুক্তির নিন্দা সর্ব ইউরোপিয়ান আ. লীগের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত ও সংশ্লিষ্ট ঘটনার জন্য কোন মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না মর্মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ।

১৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়েছে, ‘যেসব ছাত্র-জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে এর পক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ১৫ জুলাই হতে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত ঘটনার জন্য কোন মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না।’ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। এ বিষয়ে অসত্য তথ্য প্রদান করে কোন সুবিধা অর্জনের বিরুদ্ধেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

এক যুক্ত বিবৃতিতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেছেন, বাংলাদেশে পাকিস্তান সমর্থিত সাম্প্রদায়িক অপশক্তির অবৈধ সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে মানবাধিকার লঙ্ঘন, হত্যা, সন্ত্রাস চলছে। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি পুড়িয়ে দিয়েছে, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্র করছে। তারা এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল করেছে।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান অবিলম্বে এই নির্দেশনা বাতিল করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি পুড়িয়ে দেওয়া, পুলিশ হত্যা, রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংস করাসহ জুলাই-আগস্ট মাসে গণআন্দোলনের নামে সংঘটিত সব জনবিরোধী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দ্রুত বিচার ও অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেছেন।

  • সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ
  • #