বিগত আওয়ামী সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা বিচারপতিদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শেষ খবর পাওয়া পর্যন্ত ছয় বিচারপতিকে ছুটিতে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
তারা হলেন বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মাসুদ হোসেন দোলেন ও বিচারপতি আমিরুল ইসলাম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সুপ্রিমকোর্টের একাধিক বিচারপতি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, এদিন সকালে বিভিন্ন অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। জানা যায়, এই ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এই বিচারপতিরা বিচারিক ক্ষমতা হারাবেন নাকি আপাতত ছুটিতে পাঠানো হবে সেটি নিয়েও ছিল ধোঁয়াশা।