মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. শামীম হাওলাদার হত্যা মামলায় যুবলীগ নেতা রুবেল ওরফে চশমা রুবেলকে গ্রেপ্তার করেছে ডিএমপির রূপনগর থানা পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৯টায় রূপনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত রুবেল রূপনগর থানা যুব লীগের ৬ নং ওয়ার্ডের সেক্রেটারি।
রূপনগর থানা সূত্রে জানা যায়, রাজধানীর রূপনগর এলাকায় মো. শামীম হাওলাদার হত্যার ঘটনায় তার চাচাতো ভাই সম্রাট হাওলাদার গত ১৫ সেপ্টেম্বর রূপনগর থানায় একটি মামলা করেন।