লালপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

স্বামীর সন্ধান পেতে কুষ্টিয়া সদর উপজেলা থেকে নাটোরের লালপুরে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন (২৬) বছর বয়সী এক প্রবাসী নারী। উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় বুধবার (১৬ অক্টোবর) রাতেই লালপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। তিনি কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম শাহাবুদ্দিন জানান, গতকাল বুধবার দুপুরে অসুস্থ অবস্থায় ওই নারী হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বিকেলে তিনি স্বেচ্ছায় ছুটি নিয়ে চলে যান।’

লালপুর থানার (ওসি, তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে লালপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

  • দলবদ্ধ ধর্ষণ
  • লালপুর
  • #