চাঁদপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও ঢাকায় সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকার ব্যাপারে তদন্তসাপেক্ষে জেলা আনসার ও ভিডিপির ২০ সদস্যকে সাসপেন্ড (চাকরিচ্যুত) ও ৩৪ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আনসার ও ভিডিপির সদর হেডকোয়ার্টাস থেকে এ তথ্য নিশ্চিত করেছে চাঁদপুর জেলা অফিসকে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মো. শাহজালাল ছোয়াদ।
জানা গেছে, বিভিন্ন দাবি নিয়ে চাঁদপুরে মানববন্ধন ও ঢাকায় সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকার ব্যাপারে প্রাথমিকভাবে চাঁদপুর জেলা আনসার ও ভিডিপির ৬০ সদস্যকে শোকজ করা হয়। পরে তদন্তসাপেক্ষে ২০ জন আনসার সদস্যকে সাসপেন্ড ও তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। ৩৪ জনকে আনসার সদস্যকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরও কিছু আনসার সদস্যের ব্যাপারে এখনো তদন্তাধীন রয়েছে।