চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের আবাসিক হোটেল গুলজার থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দুজন হোটেলে উঠেন। এরপর নারীকে খুন করে পালিয়ে যান স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি। রবিবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে ২৫ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
চান্দগাঁও থানার এসআই মমিনুল হাসান কালের কণ্ঠকে বলেন, শনিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দুজন হোটেলে উঠেন। রবিবার সন্ধ্যায় হোটেলের লোকজন কক্ষে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরো বলেন, মেয়েটিকে খুন করে স্বামী পরিচয় দেওয়া পুরুষটি পালিয়ে গেছে।
হোটেলের রেজিস্ট্রার খাতায় মেয়েটির নাম লিখা আছে লিপি। তবে তথ্য যাচাই করে দেখছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।