সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

নড়াইলের লোহাগড়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে শ্বাসরোধে সবিতা রাণী বালা নামে এক স্কুলশিক্ষিকাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ অক্টোবর) ভোরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রোববার (২০ অক্টোবর) রাতে উপজেলার ইতনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সবিতা রাণী বালা উপজেলার দৌলতপুর গ্রামের পরিতোস কুমার মন্ডলের স্ত্রী এবং চর-দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান।

নিহতের স্বামী পরিতোষ কুমার মন্ডল জানান, রাতে তারা আলাদা আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন। পূজা করার জন্য তিনি রাত সাড়ে ৩টার দিকে ঘুম থেকে ওঠে দরজা খুলতে গেলে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ পান। এতে সন্দেহ হলে ঘরে গিয়ে দেখেন সবিতার নিথর দেহ। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা দেখতে পান, ঘরের পূর্ব পাশে সিঁধ কেটে (মাটি খুঁড়ে) ঢুকে তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে।

তিনি আরো জানান, দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় তার স্ত্রীর কাছে থাকা স্বর্ণের একটি বড় চেইন, হাতের বালা, একটি আংটি ও একজোড়া কানের দুলসহ একটি ল্যাপটপ নিয়ে যায়।

লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • নড়াইল
  • স্কুলশিক্ষিকা
  • হত্যা
  • #