সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে
ছবি : ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

সাবেক সংসদ সদস্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত মুখ ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে রাজধানীর মিরপুর থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বর্তমানে তাকে পল্লবি থানায় রাখা হয়েছে।

পল্লবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চত করেছেন।

এর আগে, সোমবার দিনগত রাত সোয়া ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে গ্রেপ্তারের বিষয়টির ইঙ্গিত দেওয়া হয়।

  • গ্রেপ্তার
  • ব্যারিস্টার সায়েদুল হক সুমন
  • সাবেক সংসদ সদস্য
  • #