ভারতকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের মেয়েরা

:
প্রকাশ: ২ মাস আগে

সেমি-ফাইনালের বাংলাদেশে মেয়েরা। আজ বুধবার শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শেষ চারে উঠল লাল-সবুজের বাংলাদেশ।

নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার ভারতের বিপক্ষে খেলার প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে ছিল মেয়েরা। গত সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে এই দলটিকেই গ্রুপ পর্বে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। ফের তাদের বিপক্ষে মনে রাখার মতো এক জয়!

চ্যাম্পিয়নদের মতোই খেললো বাংলাদেশ। উড়িয়ে দিল শক্তিশালী ভারতকে ৩-১ গোলে। দাপুটে এই বাংলাদেশ সেমিফাইনালে উঠে এলো। এই ম্যাচ ড্র করলেই শেষ চারে চলে যেত বাংলাদেশ। এমন সমীকরণের ম্যাচে বড় জয়ে টুর্নামেন্ট ফেভারিট বাংলাদেশ সেমিফাইনালে নাম লেখালো। দুই ম্যাচে এক ড্র ও এক জয়ে গ্রæপ লিডার হয়ে বাংলাদেশ সেমিতে খেলছে।

  • নারী সাফ চ্যাম্পিয়নশিপ
  • ফুটবল
  • #