ছাত্রলীগ সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর পরীবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে বুধবার (২৩ অক্টোবর) ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংগঠন নিষিদ্ধ হওয়ার পর গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের প্রথম শীর্ষস্থানীয় নেতা ইয়াজ আল রিয়াদ।

  • গ্রেপ্তার
  • ছাত্রলীগ
  • সহ-সভাপতি
  • #