এবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেল প্রতি ১ দশমিক ২৭ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ৯১ ডলার হয়েছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ৭১ দশমিক ৭৭ ডলার।
চীনের চাহিদা নিয়ে উদ্বেগ ও মধ্যপ্রাচ্যের তেলের সরবরাহ নিয়ে আশঙ্কার মধ্যেই গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছিল। তবে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগও বেড়ে চলেছে।
গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭ দশমিক শূন্য শতাংশ ও ডব্লিউটিআই ক্রুডের দাম ৮ দশমিক শূন্য শতাংশ কমেছিল। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম প্রায় ৪ দশমিক শূন্য শতাংশ বেড়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সমাধান খুঁজতে ইসরায়েল সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে তার এই সফর ফলপ্রসূ নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।