বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

এবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেল প্রতি ১ দশমিক ২৭ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ৯১ ডলার হয়েছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ৭১ দশমিক ৭৭ ডলার।

চীনের চাহিদা নিয়ে উদ্বেগ ও মধ্যপ্রাচ্যের তেলের সরবরাহ নিয়ে আশঙ্কার মধ্যেই গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছিল। তবে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগও বেড়ে চলেছে।

গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭ দশমিক শূন্য শতাংশ ও ডব্লিউটিআই ক্রুডের দাম ৮ দশমিক শূন্য শতাংশ কমেছিল। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম প্রায় ৪ দশমিক শূন্য শতাংশ বেড়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সমাধান খুঁজতে ইসরায়েল সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে তার এই সফর ফলপ্রসূ নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

  • জ্বালানি তেল
  • দাম
  • বিশ্ববাজার
  • #