কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশ নেননি ৩১ শতাংশ শিক্ষার্থী

: চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২ মাস আগে

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। এবার সর্বমোট ৭৫ হাজার ১৭ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫১ হাজার ৮১১ জন ভর্তিচ্ছু। উপস্থিতির হার ছিল ৬৯ দশমিক ০৬ শতাংশ। অর্থাৎ ৩০ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থীই পরীক্ষায় অংশ নেননি।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১১টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে সর্বমোট আসন রয়েছে ৩ হাজার ৭১৮টি। ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ৩০ অক্টোবর। সশরীরে ভর্তি প্রক্রিয়া চলবে ০৯-১২ ডিসেম্বর পর্যন্ত।

কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-১১১৬), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-৪৩৫), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-৬৯৮), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-৪৪৮), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-২৭০), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-৪৩১), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-১৫০), হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-৯০) ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (আসন সংখ্যা-৮০)।

সূত্র : বার্তা২৪.কম

  • কৃষি
  • গুচ্ছ
  • পরীক্ষা
  • ভর্তি
  • #