‘রাজনীতিতে ছিলাম, আছি, থাকব’ বলে ফেসবুকে পোস্ট সাবেক এমপি লাবু চৌধুরীর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

দীর্ঘ নীরবতা ভেঙে ‘রাজনীতিতে ছিলাম, আছি, থাকব’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদী পোস্ট দিয়েছেন ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে তিনি এ পোস্ট দেন।

ফেসবুক স্ট্যাটাসে লাবু চৌধুরী লেখেন, আমার এলাকার জনগণ ও দেশবাসীর উদ্দেশ্যে জানাচ্ছি যে, আমার বিরুদ্ধে একের পর এক বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত মামলা, জাতীয় দৈনিক পত্রিকায় অসৎ উদ্দেশ্যে সংবাদ প্রচার এবং সর্বশেষে দেশ টিভিতে আমার বিরুদ্ধে সম্পূর্ণ বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে। এমনকি ইটিভি আমার মা সৈয়দা সাজেদ চৌধুরীকে নিয়ে বানোয়াট সংবাদ প্রচার করেছে।

তিনি লিখেন, ওইসকল সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমার গ্রামের বাড়িতে এক বিঘা জমি ছাড়া দেশ-বিদেশে কোথাও কোনো সম্পদ অর্থাৎ জমি ও বাড়ি নেই। এমনকি দেশের বাইরে কোথাও কোনো অর্থ গচ্ছিত নেই। সবসময় আমি সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। এলাকায় বিরোধী দলের নেতাকর্মী বা সমর্থকরাও আমার কাছে নিরাপদ ছিল। আমি সৈয়দা সাজেদা চৌধুরীর সন্তান। মা ও বাবার আদর্শ ধারণ করেছি জনগণের মঙ্গলের নিমিত্তে। রাজনীতিতে ছিলাম, আছি, থাকব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

এর আগে গত ৪ আগস্ট ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্র-জনতার দেওয়া আগুনে পুড়ে যাওয়া ভিডিও আপলোড করেছিলেন তিনি। মাঝে ফেসবুকে তিনি কোনো পোস্ট দেননি। ৪ আগস্ট তিনি ফেসবুকে লিখেছিলেন, এটা কী আন্দোলন না নাশকতা? এদেরকে প্রতিহত করুন। এরা দেশ ও জাতির শত্রু। জয় বাংলা।

 

  • পোস্ট
  • ফেসবুক
  • শাহদাব আকবর লাবু চৌধুরী
  • সাবেক সংসদ সদস্য
  • #