সাভারে তেলের লরি উল্টে আগুন, নিহত বেড়ে ২

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ মাস আগে

ঢাকার সাভারের হেমায়েতপুরে মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে একটি তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়। এ সময় আগুনে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ সাতজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) ভোর ৫টা ৩৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে মৃত ব্যক্তির নাম ইকবাল। তার বাড়ি যশোরের চৌগাছায়। হাসপাতালে নেওয়ার পর মৃত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪৫)। তিনি একটি ট্রাকের চালক।

এ ঘটনায় দগ্ধরা হলেন মিলন মোল্লা (২২), শিশু মিম (১০), আল আমিন (৩৫), নীরাঞ্জন (৪৫), ট্রাকের হেলপার হেলাল (৩০), আব্দুস সালাম (৩৫) ও সাকিব (২৪)।

সাভার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আসাদ জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

#