রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন- ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদল সমন্বয়ে গঠিত একটি আলোচনা সভায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার বাউসা বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জন গুরুত্ব আহত হয়। পরে রাতে দোকান ভাঙচুর, হামলা ও লুটপাটের অভিযোগ এনে উভয় পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ২৯ অক্টোবর বিকেল সাড়ে ৩ টায় রাজশাহী শহরে বিএনপির সহযোগী সংগঠন- ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশটি সফল করার লক্ষ্যে শনিবার বিকেলে বাঘা উপজেলার বাউসা বাজারে শিমুল হোসেন ও রুবেল মন্ডলের নের্তৃত্বে একটি মতবিনিময় (প্রস্তুতি) মূলক সভার আয়োজন করা হয়।
দলীয় নেতাকর্মীরা জানান, সভা চলাকালে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল ধারালো হাসুয়া, লোহার রড়, হাতুড়ি, চাইনিজ কুড়াল, চাপাতি, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে এ সভার উপরে হামলা চালায়। এতে নাসির উদ্দিন (৫০) আসমত আলী (৫২) গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার পর বাউসা বাজারের একরাম হোসেনের দোকানে হামলা চালিয়ে তাকেও মারপিট করার অভিযোগ উঠে এবং তার দোকানের ক্যাশ বাক্স থেকে ১ লক্ষ ২০ হাজার হামলাকারীরা ছিনিয়ে নিয়ে যায় বলে থানায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে সভার সমন্বয়ক শিমুল হোসেন বলেন, রাজশাহী জেলায় আগামী ২৯ অক্টোবর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এর যৌথ আয়োজনে একটি সমাবেশ করা হবে। সেই লক্ষে আমরা একটি প্রস্তুতি মুলক সভা করছিলাম। এ সময় রেজাউল করিমের নেতেৃত্বে ৪০-৫০ জনের একটি সংঘ্যবদ্ধ দল আমাদের উপরে হামলা চালায়। পরে আমাদের সমর্থী এক কর্মীর দোকান ভাংচুর ও লটপাট করে নিয়ে যায় তারা।
এ ঘটনায় বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা সঠিক নয়। জেলায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে একটি সভা হওয়ার কথা রয়েছে। এই ইস্যুতে তারা প্রস্ততি সভার পূর্বে আমার লোকজনের উপরে হামলা চালিয়েছে। এতে দু’জন আহত হওয়ায় আমরা তাদের বিরুদ্ধে মামলার করেছি।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় রাতে শিমুল হোসেন ও একরাম হোসেন পৃথক দুটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।