ময়মনসিংহে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আওয়ামী লীগ নেতা ও মসিকের ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (পুলিশ) ডিবি।
গ্রেপ্তারকৃতরা হলেন মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও মসিকের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগর (৩৮) এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও মসিকের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক সাবাস (৩৭)।
রোববার (২৭ অক্টোবর) ভোর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার একটি হোটেল থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।