স্থগিতই থাকছে রানা প্লাজার সোহেল রানার জামিন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

সাভারের রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখে দুই মাসের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। সোহেল রানার পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এরআগে গত ১ অক্টোবর বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ সোহেল রানাকে রুলসহ ৬ মাসের জামিন দেন। পরদিন এ হত্যা মামলায় রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন আরও অন্তত এক হাজার।

  • জামিন
  • রানা প্লাজা
  • সোহেল রানা
  • স্থগিত
  • #