ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে
ছবি : অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর ঢাকায় আসছেন তিনি।

অস্ট্রেলীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকালে উভয় দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে এবং এ নিয়ে কূটনৈতিক পর্যায়ে জোর প্রস্তুতি চলছে।

কূটনৈতিক সূত্র জানায়, ঢাকা সফরকালে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় বাণিজ্য-বিনিয়োগ, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, রোহিঙ্গা সংকট, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি হস্তান্তর এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়েও আলোচনা হতে পারে।

  • অস্ট্রেলিয়া
  • টনি বার্গ
  • ঢাকা
  • স্বরাষ্ট্রমন্ত্রী
  • #