খুলনায় হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে
প্রতীকী ছবি

খুলনার খালিশপুরের জাহিদ হত্যা মামলায় ৫ জন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেনমো. আব্বাস আনসারী, নশু ফারাজী, রিয়াজ, না‌দিম ও জব্বার।

অপর‌দিকে এ হত্যা মামলার ৩২৪ ও ৩০৭ ধারায় উল্লি‌খিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মি‌দের যথাক্রমে ৩ এবং ৭ বছ‌রের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে এবং একইসঙ্গে ত‌দের প্রত্যেক‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরও ৬ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৮ অক্টোবর ) দুপুরে খুলনার জন‌নিরাপত্তা বিঘ্ন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জু‌য়েল রানা এ রায় ঘোষণা ক‌রেন।

এ মামলার খালাসপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন মো. রানা হো‌সেন, সুলতান ওর‌ফে গব্বার, পাতলা সাগর, মো. ওমর ফারুক ওর‌ফে আরিফ, মো. মে‌হেদী হাসান ওর‌ফে প‌্যা‌কেট মে‌হেদী ও মো. জা‌হিদুল ইসলাম জা‌হিদ।

  • খুলনা
  • মৃত্যুদণ্ড
  • হত্যা মামলা
  • #