সদ্যনিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মো. আল আমিনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হত্যা মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা মো. আল আমিন গ্রেপ্তার করা হয়।