রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া গঞ্জিপুরে বিনোদনকেন্দ্র ভিন্নজগতের পাশে ধানখেতে পড়ে ছিল শৌখিন এক আলোকচিত্রী তরুণের লাশ। আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধার হওয়া তরুণের নাম সিয়াম মিয়া (২৩)। তিনি গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের লারচাঁদপুর নয়াপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভিন্নজগতের পাশে তিস্তা ব্যারাজ প্রকল্পের একটি সেতুসংলগ্ন ধানখেতে ওই তরুণের লাশ পড়ে ছিল। খলেয়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য রাকিবুল ইসলাম লাশটি দেখে গঙ্গাচড়া থানা-পুলিশকে জানান। পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদনে নিহত তরুণের মাথার ওপরের বাঁ পাশে, গলার বাঁ ও ডান পাশে ছুরিকাঘাতে জখম হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
গঙ্গাচড়া থানার উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। লাশের ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে।