রাতে এভারকেয়ার থেকে ফিরোজায় ফিরছেন খালেদা জিয়া

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন। আজ মঙ্গলবার ( এপ্রিল) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরছেন তিনি।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৭টা ৫৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফেরেন তিনি। খালদা জিয়ার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

রবিবার (৩১ মার্চ) শেষ রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে এক মাসে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হতে হলো সাবেক এই প্রধানমন্ত্রীকে।

প্রসঙ্গত, এর আগে গত ১৩ মার্চ এভার কেয়ারে ভর্তি হন খালেদা জিয়া। শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৪ মার্চ গুলশানের বাসায় ফেরেন তিনি।

#