মেয়েদের ব্যালন ডি’অর জিতলেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি। গত ১৮ মাসে বিশ্বকাপ ও দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এই স্প্যানিশ ফুটবলার।
হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যানের কাছ থেকে ব্যালন ডি’অর ট্রফিটি নেন বোনমাতি।
ভোটে দ্বিতীয় বার্সেলোনারই নরওয়ে উইঙ্গার ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন। তৃতীয়ও বার্সেলোনার, স্প্যানিশ উইঙ্গার সালমা পারালুয়েল্লো।