তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে আগুন লেগে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। ১৬ তলাবিশিষ্ট এ বিল্ডিংয়ের বেইজমেন্টে আগুন লাগে। স্থানীয় সময় ১২টা ৪৭ মিনিটে আগুন লাগে।
আজ মঙ্গলবার (০২ এপ্রিল) শহরের মেয়র একরেম ইমামোগ্লু এই সংবাদ নিশ্চিত করেন। খবর রয়টার্স ও মিররের।
দিনের বেলা সংস্কারকাজ চলাকালীন নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৯ জন নিহত এবং ৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।