১২টি সিটি করপোরেশনে পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেন, প্রথমে ঢাকার দুই সিটি করপোরেশনে পূর্ণ সময়ের জন্য প্রশাসক দেওয়া হবে।
বুধবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় হাসান আরিফ এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাগরিক সেবা যথাযথভাবে নিশ্চিতকল্পে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মেয়রদের অপসারণের পর দেশের সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার। যাঁদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসকের কাজ করছেন। নিয়মিত নগর ভবনে গিয়ে অফিস করছেন না। এতে জরুরি অনেক সিদ্ধান্ত যথাসময়ে নেওয়া, উন্নয়নকাজের তদারকি করাসহ সেবামূলক কাজে নানা বিঘ্ন ঘটছে। এমন প্রেক্ষাপটে উপদেষ্টা হাসান আরিফ আজ এ কথাগুলো বলেন।
মতবিনিময় সভায় রাস্তাঘাট মেরামত ও উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে পয়োনালা ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিস্কার-পরিচ্ছন্নতা এবং মশকনিধন কার্যক্রমসহ সিটি করপোরেশনের দেওয়া সেবাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম প্রমুখ।