বিএনপি কর্মী মকবুল হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে পল্টন থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর জানান, সাবেক মন্ত্রীকে শুক্রবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান। অন্যদিকে উবায়দুল মোকতাদিরের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব জামিন নাকচ করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বিএনপি কর্মী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।