চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলার বাদীকে দল থেকে অব্যাহতি দিল বিএনপি

:
প্রকাশ: ২ মাস আগে

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ (৩৮) ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার বাদী বিএনপি নেতা ফিরোজ খানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি নগরের চান্দগাঁও থানার মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

আজ শুক্রবার তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বলেন, দলের নীতি ও আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে ফিরোজ খানকে অব্যাহতি দিয়েছে দল।

  • অব্যাহতি
  • চট্টগ্রাম
  • বাদী
  • বিএনপি
  • রাষ্ট্রদ্রোহ মামলা
  • #