কোলকাতার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা । স্পষ্টভাষী ও ঠোঁটকাটা বলে দুর্নাম ও খ্যাতি দুটোই রয়েছে তাঁর। তবে তিনি বরাবরই নির্ভীক। কিন্তু এ সপ্তাহের শুরুতেই বিপত্তি। এ অভিনেত্রীর ফেসবুক হ্যাকড্ হয়েছে। স্বভাবতই দুশ্চিন্তায় রয়েছেন এ অভিনেত্রী। কী পদক্ষেপ করলেন?
এমনিতেই সামাজিক গণমাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিজের ব্যক্তিগত জীবন থেকে অভিনয়ের খুঁটিনাটি তুলে ধরেন সেখানে।
আজ বুধবার সকালে ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লেখেন, আমার ফেসবুক পেজ হ্যাক্ড হয়েছে। আমার টিম এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে। যদি কোনও অপমানজনক বা অশ্লীল পোস্ট নজরে পড়ে তা হলে দয়া করে এড়িয়ে যান এবং জানবেন সেটি আমি করিনি।