বৈষম্যবিরোধীদের রংপুর মেডিকেল কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

অধ্যক্ষ মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে আগামী বুধবার থেকে রংপুর মেডিক্যাল কলেজ কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা। অপরদিকে নতুন নিয়োগ পাওয়া অধ্যক্ষ মাহফুজার রহমানকে বহাল রাখার দাবিতে এবার মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে সচেতন রংপুরবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

রবিবার (০৩ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধীর ব্যানারে এ ঘোষণা দেন আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মন্ডল।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অধ্যক্ষ মাহফুজার রহমানকে অব্যাহতি দেওয়া না হলে রংপুর মেডিক্যাল কলেজে (রমেক) মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ থাকবে। বুধবার কমপ্লিট শাটডাউন থাকবে।

এই সময়ের মধ্যে অধ্যক্ষ অপসারণ না হলে আরো কঠোর কর্মসূচিতে যাওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।  আন্দোলনে নিহত আবু সাঈদের ময়নাতদন্তের রিপোর্ট বিকৃতির চেষ্টা করেছেন বলে ডা. মাহফুজার রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

গত ৩১ অক্টোবর নতুন অধ্যক্ষ হিসেবে মাহফুজার রহমানকে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। সেদিন থেকেই তারা আন্দোলন করছেন।

আরও পড়ুন রংপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ বহাল রাখার দাবিতে এবার মানববন্ধন

  • কমপ্লিট শাটডাউ
  • ঘোষণা
  • রংপুর মেডিকেল কলেজ
  • #